আমার পরিচয়
আমার পেশাগত যাত্রায় আপনাকে স্বাগতম। ন্যায়বিচারের প্রতি আমার অনুরাগ এবং আইন পেশার প্রতি দায়বদ্ধতা আমাকে একজন নিবেদিত আইনজীবী হিসেবে কাজ করতে অনুপ্রাণিত করেছে।
মোঃ আজাদুর রহমান, আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি। আইনজীবী হিসেবে মানুষের সেবা করাই ছিল আমার স্বপ্ন। সেই লক্ষ্যে, আমি বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হই এবং বর্তমানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন আইনজীবী হিসেবে কর্মরত আছি।
২০১৬ সালে, আইনি সেবা প্রদানের লক্ষ্যে আমি লেক্সসোর্ড ল' ফার্ম প্রতিষ্ঠা করি। বেশ কয়েকটি স্বনামধন্য আইন সংস্থার সাথে কাজ করার সুযোগ আমার পেশাগত অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে। আমি মূলত মামলা-মোকদ্দমা পরিচালনা, আইনগত মতামতসহ বিভিন্ন ডকুমেন্টেশন এর কাজ করি। আমি সুপ্রীম কোর্ট ও ঢাকা জজ কোর্টে মামলা পরিচালনা করি।
সকল প্রকার লিগ্যাল ড্রাফটিংয়েও আমার দক্ষতা রয়েছে। আইন অঙ্গন, বিশেষ করে নবীন আইনজীবীদের প্রতি আমার দায়বদ্ধতা থেকে আমি বিভিন্ন আইনি বিষয়ে দশটি বই রচনা করেছি। এই ওয়েবসাইটটি তারই একটি প্রয়াস, যা বার কাউন্সিল ও জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সহায়তা করবে।
আমার উল্লেখযোগ্য প্রকাশনা
- জজ কোর্ট প্র্যাকটিস ম্যানুয়াল
- হাইকোর্ট প্র্যাকটিস ম্যানুয়াল (১ম ও ২য় খণ্ড)
- মামলা জেতার কৌশল
- জজ কোর্ট থেকে হাইকোর্ট
- চেক ডিজঅনার ম্যানুয়াল
- আপীল বিভাগ কেস রেফারেন্স (দেওয়ানী)
- আপীল বিভাগ কেস রেফারেন্স (ফৌজদারী)